মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মালয়েশিয়ায় বাংলাদেশিকে অপহরণ: মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৪, ২০২২ ৭:০৬ পূর্বাহ্ণ

Spread the love

পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও মুক্তি মেলেনি এক বাংলাদেশির। ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও মিলছে না তার খোঁজ। গত ২৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের সোহেল মিয়াকে (৩৯), কুয়ালালামপুর তামিলজায়ার বাসার নিচ থেকে স্থানীয় সময় রাত ৯টার দিকে অপহরণকারীরা তুলে নিয়ে যায়।

ওই দিন রাত ২টার দিকে ‘০০৬০১৪৭২৩২৬২৪’ মালয়েশিয়া প্রান্ত থেকে, ‘০১৭১০৭৮৭৯৩৩’ নম্বরে সোহেলের বোন জামাইকে ফোন করে জানান অপহরণকারীরা তাকে তুলে নিয়ে গেছে। পাঁচ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলবে। কে বা কারা অপহরণ করেছে কিছুই বলেনি। পরের দিন সকাল ১০টায় একই নম্বর থেকে আবারও ফোন করা হয়।

সোহেলের কাছ থেকে ফোন নিয়ে আরেক বাংলাদেশি, কুলপাটোয়া পোল্ট্রি ফিড, অ্যাকাউন্ট নং: ‘৭০১৭১০০১০১১৮৮’ জনতা ব্যাংক বরিশাল শাখার অ্যাকাউন্ট নম্বর দেয়। ঘটনাটি সোহেলের দুলাভাই বিল্লাল তার বোন ও সোহেলের মা ও চাচাকে জানান। ২৭ সেপ্টেম্বর ঘাটাইল সামী টেলিকমের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া জনতা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা করে ওই দিনই ‘+৬০১৪২২৯১০৪৯’ (হোটসঅ্যাপ) নম্বরে ৫ লাখ টাকার মানি রিসিট পাঠানো হয়। এরপর থেকে নম্বরগুলোতে ফোন করলে বন্ধ দেখায়।

সোহেলের স্বজনদের ধারণা, ওই বাঙালি ব্যক্তিও অপহরণের সঙ্গে জড়িত। উপায়ন্তর না পেয়ে ২৮ সেপ্টেম্বর সোহেলের বোন জামাই মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে টাঙ্গাইলের ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে সোহেলের নিকটাত্মীয় বিল্লাল হেসেনের ভাতিজা মালয়েশিয়ায় থাকা হাশেম আহমেদ রোববার (২ অক্টোবর) রাত ১০টায় জহুর বারু সেলাতান থানায় (বালাই) অনুরূপ আরেকটি অভিযোগ দায়ের করেন।

হাশেম আহমদ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে একটি অভিযোগ দায়ের করতে, জহুর বারুর একজন বাংলাদেশি ব্যবসায়ী, মোস্তাফা হোসেইনকে দায়িত্ব দেন। সোহেল মিয়া (৩৯), পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ২০০৭ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি মালয়েশিয়ায় একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।

মালয়েশিয়া তামিলজায়া পাশের বিল্ডিংয়ে থাকেন সোহেলের এক মামা মিজান। তিনি জানান, ঘটনার দিন কাজ থেকে এসে দেশে তার মায়ের সঙ্গে কথা বলার পরে রাত ৯টার দিকে বাসার নিচে যান। বাসার নিচ থেকেই অপহরণকারীরা তাকে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টায় জানতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর (কন্স্যুলার) জি এম রাসেল রানার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। পরে মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অপহরণ বিষয়ে তিনি অবগত নন বা লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে।

জহুর বারুর বাংলাদেশি ব্যবসায়ী মোস্তাফা হোসেইন জানান, এ ঘটনায় জহুরবারু সেলাতান বালাইয়ে (থানায়) ২ অক্টোবর সোহেলের নিকটাত্মীয় হাশেম আহমেদ অভিযোগ দায়েরের পর মালয়েশিয়া পুলিশ সোহেলকে উদ্ধার করতে তৎপর হয়ে উঠেছে। আজ রাতের মধ্যেই অপহরণকারীরা আটক হবে বলে জানান মোস্তাফা হোসেইন।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
রাজধানীর বারিধারা থেকে মডেল পিয়াসা আটক, মদ সিসা ইয়াবা জব্দ

রাজধানীর বারিধারা থেকে মডেল পিয়াসা আটক, মদ সিসা ইয়াবা জব্দ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কানাডা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

কেউ বেআইনি কিছু করলে ব্যবস্থা, হেলেনা প্রশ্নে মোজাম্মেল হক

কেউ বেআইনি কিছু করলে ব্যবস্থা, হেলেনা প্রশ্নে মোজাম্মেল হক

মিশিগানে বাংলাদেশিরা উদযাপন করলো লেবার ডে

গাজার ‘সেফ জোনে’ ইসরায়েলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত

নির্বাচন করা নিয়ে যা বললেন নায়িকা পরীমনি

নির্বাচন করা নিয়ে যা বললেন নায়িকা পরীমনি

পুলিশ কমিশনারের মেয়ে পরিচয় দিয়ে বিপাকে তরুণী

পুলিশ কমিশনারের মেয়ে পরিচয় দিয়ে বিপাকে তরুণী

ধর্মঘট প্রত্যাহারের ‘উপায়’ খুঁজছিলেন ট্রাকমালিকেরা, ‘সুযোগ’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মঘট প্রত্যাহারের ‘উপায়’ খুঁজছিলেন ট্রাকমালিকেরা, ‘সুযোগ’ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

৯০ হাজার ডলারের ব্যাগ নিয়ে দেশত্যাগ ফারাহ’র! ইমরানের সঙ্গে এর কী সম্পর্ক?

প্রবাসীদের হয়রানি-গ্রেপ্তারে জিএসসি সাউথইস্ট রিজিওনের প্রতিবাদ

Translate »