সোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউক্রেনকে ইইউর সদস্য করতে জেলেনস্কির আহ্বান

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ
ইউক্রেনকে ইইউর সদস্য করতে জেলেনস্কির আহ্বান

Spread the love

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশটিকে ‘এখন’ই ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও ভাষণে ৪৪ বছর বয়সী এই নেতা আহ্বান জানান, ‘নতুন বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখনই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত করে নিতে আমরা আবেদন জানাচ্ছি।’ বার্তা সংস্থা এএফপি খবরে এ তথ্য জানানো হয়।

জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সব ইউরোপিয়ানের সঙ্গে একীভূত হওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো সমানাধিকার। আমি নিশ্চিত, এটি ন্যায্য ও এটি সম্ভব।’ তিনি বলেন, মস্কোর আগ্রাসনে প্রথম চার দিনে ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪৫ জন। এই হতাহতদের তিনি ‘ইউক্রেনের বীর’ বলে সম্বোধন করেছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট আজ সোমবার বলেছেন, চলমান এ সংঘাতে সাত শিশুসহ ১০২ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। কিন্তু তিনি মনে করেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনবাসী দেখিয়ে দিয়েছে আমরা কে। আর রাশিয়াও দেখিয়েছে, তারা কিসে পরিণত হয়েছে।’

রাশিয়ান সেনাদের অস্ত্র পরিত্যাগ করার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আপনারা অস্ত্র ফেলে দিয়ে এখান থেকে বিদায় নিন। আপনাদের কমান্ডার ও প্রোপাগান্ডা ছাড়ানোকারীদের বিশ্বাস করবেন না। নিজের জীবন বাঁচান।’

জেলেনস্কি দাবি করেন, চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে চার হাজার রুশ সেনা জীবন হারিয়েছে। রাশিয়াও হতাহতের কথা স্বীকার করলেও, সংখ্যা জানায়নি। 

ইউক্রেনের নেতা আরও জানান, দেশে যেসব বন্দী, যাঁদের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাঁরা দেশকে রক্ষায় সাহায্য করতে পারবেন। জেলেনস্কি বলেন, ‘নৈতিক স্থান থেকে আমাদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু  প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে এটি দরকার।’ 

জেলেনস্কি আবার তাঁর দেশকে সমর্থন দেওয়ায় পশ্চিমা দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমাদের যুদ্ধবিরোধী জোটের সমর্থন নিঃশর্ত ও নজিরবিহীন। আমাদের প্রত্যেকেই যোদ্ধা এবং আমি নিশ্চিত, আমরা সবাই জয়ী হব।’

সর্বশেষ - প্রবাস

Translate »