সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামী শনিবার নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের রাজধানী কাঠমন্ডুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ পূর্ব এশিয়ার নারী ফুটবলের এই ষষ্ঠ আসর।
এর আগে অনুষ্ঠিত ৫টি আসরেই শিরোপা জয় করেছে শক্তিশালী ভারত। টুর্নামেন্টে নেপাল চারবার রানারআপ হয়েছে। বাংলাদেশ নারী দল রানারআপ হয়েছে একবার। তবে এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নেপাল সফর করতে যাচ্ছে বাংলাদেশের নারীরা। টুর্নামেন্ট উপলক্ষে আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন টুর্নামেন্টের সবকটি আসরে অংশ নেয়া বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘এবার আমরা যেমন আত্মবিশ্বাসী তেমনি শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। এ ক্ষেত্রে বাংলাদেশ দলের অনুপ্রেরণা সর্বশেষ মালয়েশিয়া সফরের সাফল্য।’