সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে আরো এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। আদালতের নথি অনুসারে সাজাপ্রাপ্ত নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দেশের ক্ষতি করেছেন। এই মাসে একই রকম আরো একটি রায় দেওয়া হয়েছিল। খবর দ্য অ্যাসোসিয়েটেড প্রেস।
ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের সৌদি পিএইচডি শিক্ষার্থী সালমা আল-শেহাবকেও এই মাসে একই অভিযোগে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়।
নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি সৌদি আরবের অন্যতম বৃহত্তম উপজাতি গোষ্ঠীর সদস্য। তার বিরূদ্ধে এর আগে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই মাসের শুরুতে একটি বিশেষ ফৌজদারি আদালত দেশটির সন্ত্রাসবাদ এবং সাইবার অপরাধ আইনের অধীনে আল-কাহতানিকে ৪৫ বছর সাজা প্রদান করেন। এই আদালত সাধারণত রাজনৈতিক এবং জাতীয় নিরাপত্তার মামলাগুলো পরিচালনা করেন। আল-কাহতানি দোষী সাব্যস্ত হওয়ার পর আপিল করেছিলেন, তার পরেই তাকে এই সাজা দেওয়া হয়।