রবিবার , ২১ আগস্ট ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

করোনায় রাশিয়ায় একদিনে আক্রান্ত ৪০ হাজার, মৃত্যু ৬৪

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২১, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ

Spread the love

রাশিয়ায় নতুন করে একদিনে আরও ৩৯ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯১ লাখ ১৭ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে। রবিবার (২১ আগস্ট) রুশ সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল থেকে এ পর্যন্ত ১ হাজার ৮৫৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। যা পূর্বদিনের তুলনায় ৪৬ দশমিক ৩ শতাংশ কম।

১১টি অঞ্চলে রোগী হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বৃদ্ধি পেলেও ৬৬টি অঞ্চলে এই সংখ্যা কমেছে। এছাড়া ৮টি অঞ্চলে অবস্থা অপরিবর্তিত আছে।

এর আগে একদিন পূর্বে দেশটির বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৫০ জনকে দ্রুত ভর্তি করা হয়। মস্কোয় গতদিনে ৮হাজার ২৫৯ জন আক্রান্ত হয় যা আজ কমে ৭ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে।

অ্যান্টি করোনাভাইরাস ক্রাইসিস সেন্টারের তথ্য অনুযায়ী, মস্কোয় মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৬১ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এদিকে সেইন্ট পিটার্সবার্গে আজকের আক্রান্তের সংখ্যা গতদিনের (৪হাজার৩৯৯জন) তুলনায় বেড়েছে। যা ৪ হাজার ৪০৭ জন। এই অঞ্চলে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ১৭ হাজার ২৭০ জনে পৌঁছেছে।

রাশিয়ায় করোনায় আক্রান্তদের মধ্যে গতদিন পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে ২২ হাজার ২৩৬ জন। দেশটিতে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১কোটি ৮২ লাখ ৮৪ হাজার ৫৮৬। অ্যান্টি করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার প্রতিবেদকদের রবিবার এই তথ্য জানায়।

সর্বশেষ - প্রবাস

Translate »