শনিবার , ১৬ জুলাই ২০২২ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশের উন্নয়নে প্রবাসীরা বেশি ত্যাগ স্বীকার করছে: কানতার খান

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৬, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ

Spread the love

দেশের উন্নয়নে প্রবাসীরা বেশি ত্যাগ স্বীকার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান। কানতারা খানের পর্তুগাল আগমন উপলক্ষে ছাত্রলীগের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার পর্তুগালের রাজধানী লিসবনের সিটি ওয়ার্ক চাইনিজ রেস্টুরেন্টে প্রবাসে থাকা পর্তুগালের আওয়ামী লীগ, যুবলীগ, সাংবাদিক ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

পর্তুগাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন দর্জির সভাপতিত্বে সাদনান রহমান এবং রাফি আদনান আকাশের যৌথ পরিচালনায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা ও গোপালগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কানতারা খান তার বক্তব্যের শুরুতে তিনি প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন, প্রবাসীরা হলো এ প্রজন্মের মুক্তিযাদ্ধা। পরিবার, আত্মীয় ও বন্ধুবান্ধব ছেড়ে বিদেশে এসে পরিবার এবং দেশের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন তারা। এসময়ে পরিবার এবং দেশের উন্নয়নের জন্য প্রবাসীরা সব চাইতে বেশি ত্যাগ স্বীকার করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাইন উদ্দিন। গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন। তিনি বলেন, আই হেট পলিটিক্স বলা তরুণ প্রজন্মকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিশেষ অবদান রাখছেন তরুণ আইকন কানতারা খান। দেশের ক্রান্তিলগ্নে ছাত্রলীগ সব সময় যে ভূমিকা রাখছে। আগামীতেও প্রবাসে থাকা সকল ছাত্রলীগ নেতাকর্মী দেশ গঠনে বিরাট অবদান রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি পর্তুগাল মিলন বেপারী, আহম্মেদ লিটন, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মুস্তাকিন রহমান আমিন, সিনিয়র সহ-সভাপতি রহমান সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা লিটন আহমেদ, মহি উদ্দিন, রেজাউল, রাজু, আরমান খান, শিমুল সরকার, তারেক মাহমুদ, ইকবাল হাসান, তরিকুল ইসলাম সজিব, রিজভী মোরসালীন বাবলা, আরিফ শেখ প্রমুখ।

সর্বশেষ - প্রবাস