সোমবার , ৯ আগস্ট ২০২১ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টিকার কথা বলে বিপাকে

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৯, ২০২১ ১০:৫৪ পূর্বাহ্ণ
টিকার কথা বলে বিপাকে

Spread the love

হলিউডের হলোটা কী? টিকার কথা বললেই তোপের মুখে পড়ছেন তারকারা! কদিন আগেই জেনিফার অ্যানিস্টন বলেছিলেন, ‘টিকা না নিলে ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই সম্পর্ক রাখবেন না।’ এতেই ভীষণ খেপে যান ভক্তরা। ‘আরেকজনের টিকা নিয়ে এত মাথাব্যথা কেন?’ এমন প্রশ্নও শুনতে হয় জেনিফারকে। এবার আরেক তারকা টিকা নিয়ে কথা বলে পড়েছেন বিপদে। তাঁর কাজই নাকি ছুটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  

হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন চেয়েছিলেন, তাঁর পরের শুটিং সেটের সবারই যেন টিকা দেওয়া থাকে। আর এতেই নাকি কাজ খোয়াবার ঝুঁকিতে আছেন এই অভিনেত্রী। সম্প্রতি এমন তথ্যই দিলেন তিনি। ঘটনা কী? দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড–আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টের (এসএজি–এএফটিআরএ) জাতীয় পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে একটি প্রচারণামূলক ভিডিওতে তিনি অভিযোগ করেন, আটলান্টায় একটি শোর শুটিংয়ে সবাই টিকা গ্রহণ না করা পর্যন্ত তিনি কাজ করতে যাবেন না।

‘শোর সবার টিকা নেওয়ার আগে আমি কি যেতে পারি? না না। আমি যেতে পারি না।’ ডেডলাইন গণমাধ্যমে শেয়ার করা ভিডিওতে বলেন শ্যারন। ‘আমি কি কাজ হারানোর হুমকি পাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ আমি হারাব। আমার শোর প্রত্যেকে যদি টিকা না নেয়, তবে কি আমি কাজ হারাব? হ্যাঁ হ্যাঁ, আমি হারাতে পারি। আমি সবার পাশে দাঁড়াব, যাতে প্রতিটি শুটিং সেটে সবাই টিকা নিয়ে অংশগ্রহণ করে? হ্যাঁ হ্যাঁ আমি পাশে দাঁড়াব।’

কাজ হারানোর আশঙ্কা আছে, তবু টিকা নেওয়ার পক্ষেই কথা বললেন এই হলিউড অভিনেত্রী। তাঁর মতে, ‘অদ্ভুত…এমন এক জায়গায় আমাদের কাজে যেতে হবে, যেখানে কাজ করা নিরাপদ না।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘যতক্ষণ আমাদের সেটের সবাই টিকা গ্রহণ না করে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজে যেতে পারি না এবং আপনাদেরও কাজে যাওয়া উচিত না।’

সর্বশেষ - প্রবাস