বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নতুন বছরে প্রতিদিনই করোনায় শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৫, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
নতুন বছরে প্রতিদিনই করোনায় শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে

Spread the love

দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েই চলেছে।  এই সময়ে  করোনার সংক্রমণে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮৯২ জন, যা এর আগের দিনের চেয়ে ১১৭ জন বেশি। আর শনাক্তের হার দশমিক ২৯ বেড়ে ৪ দশমিক ২০ শতাংশ।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ছয়জনের মৃত্যু হয়েছিল, এর আগের দিন ছিল চারজন।

জানুয়ারি মাসের প্রথম ৪ দিনে নতুন রোগী শনাক্তের সংখ্যা ছিল যথাক্রমে ৩৭০, ৫৫৭, ৬৭৪ ও ৭৭৫। আর শনাক্তের হার যথাক্রমে ২.৪৩, ২.৯১,৩.৩৭ ও ৩.৯১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই নারী। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে দুজন ও রাজশাহীর একজন।

করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। কিছুদিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭।

সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১২ জন সুস্থ হয়েছেন।

সর্বশেষ - প্রবাস

Translate »