শুক্রবার , ২২ এপ্রিল ২০২২ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নির্বাচনের দাবি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২২, ২০২২ ৮:১৩ পূর্বাহ্ণ

Spread the love

লাহোরে এক জনসভায় হাজার হাজার সমর্থকের সামনে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা ঠিক রাখতে শিগগিরই নির্বাচন দিতে হবে। এছাড়া সত্যিকারের স্বাধীনতা আদায়ে সমর্থকদের আন্দোলনের জন্য তৈরি থাকতে বলেন তিনি।

সাবেক ক্রিকেট তারকা ইমরান খান এক অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান। নিজ দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের অনেক আইনপ্রণেতাও ইমরানের বিরোধিতা করেন। যদিও ইমরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের মদদে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। জোট গঠন করে ক্ষমতা গ্রহণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ।

ইমরান খান বলেন, বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতায় আসা এই সরকারকে কখনই বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে না তার দল। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বিশেষ করে চীন ও রাশিয়ার সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা ওয়াশিংটনের মেনে নিতে না পারার কথা উল্লেখ করেন ইমরান খান। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, যখনই আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়া সফরের ঘোষণা দিলাম তখনই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতিবাদ শুরু হয়ে গেল।

পাকিস্তানের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গিকে ‘দাম্ভিক ও কর্তৃত্বকামী’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা ২২ কোটি জনসংখ্যা অধ্যুষিত পাকিস্তানকে হুমকি দিয়েছে এবং কিছু তাবেদার রাজনীতিককে দিয়ে পার্লামেন্টে অনাস্থা ভোটের আয়োজন করেছে।

তার দল ও তার বিরুদ্ধে নয়া মার্কিন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন এখন ইমরান খান ও তার দল তেহরিকে ইনসাফকে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণার পাঁয়তারা করছে।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পাকিস্তানর তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া সফরে গেলে তার ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপট সৃষ্টি হয়। তিনি যেদিন মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেদিনই ইউক্রেন অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী; যা আমেরিকা ভালো চোখে দেখেনি। এরপর প্রায় দেড় মাসের টানাপড়েন শেষে গত সপ্তাহে পার্লামেন্টের অনাস্থাভোটে ক্ষমতা হারান সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিবিদ ইমরান খান।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
খারকিভেই প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে: বিবিসির বিশ্লেষণ

খারকিভেই প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে: বিবিসির বিশ্লেষণ

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর আংশিক কমিটি ঘোষনা

হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন ,দাবি করেছে দখলদার ইসরায়েল

মিশিগানে ভায়োলেটসের বর্ষপূর্তিতে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

মালবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলের উদ্যোগ বাংলাদেশ-মালদ্বীপের

আদালতে চিৎকারের কারণ ও রিমান্ড নিয়ে যা বললেন পরীমনি

আদালতে চিৎকারের কারণ ও রিমান্ড নিয়ে যা বললেন পরীমনি

ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: বরিস জনসন

ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া: বরিস জনসন

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে পুনর্বিন্যাসকৃত সিলেবাসে

Translate »