বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নেদারল্যান্ডসে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে গুলিতে নিহত ২

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩১, ২০২২ ৯:১১ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টে গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। দেশটির উত্তরাঞ্চলীয় জোয়োলে শহরে এই ঘটনা ঘটেছে। পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দুকধারী যখন রেস্তোরাঁয় ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায় তখন তারা খাবার খাচ্ছিল।

বন্দুকধারী গুলি চালানোর আগে নিহত দুই ব্যক্তির পাশের টেবিলে বসে খাবার অর্ডার দেয়।

ওই ঘটনায় রেস্টুরেন্টে থাকা মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। অনেকেই দৌড়ে বাইরে পালানোর চেষ্টা করে। সেইসময় হামলাকারী পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। উদ্ধারকর্মীরা আহতদের মধ্যে একজনকে বাঁচানো চেষ্টা করলেও পরে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছ, তারা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে বন্দুকধারীর সন্ধান করছে।

সর্বশেষ - সাহিত্য

Translate »