তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আজ বাংলাদেশ দলের শুরুটা হয় ভুতুড়ে। টস জিতে আগে ব্যাট করতে চেয়ে স্বাগতিক পেসারদের হাতে যেন যুদ্ধের মূল অস্ত্রটাই তুলে দিলেন অধিনায়ক তামিম ইকবাল। তাতে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেলদের করা ডেলিভারিগুলো আগুনের গোলা হয়ে ছুঁটতে থাকে বাংলাদেশি ব্যাটসম্যানদের দিকে। নিখুঁত লাইন-লেংথের সঙ্গে সুইং আর বাউন্সের সামনে নিজেদের সঁপে দেওয়া ছাড়া উপায় ছিল না তামিম, লিটন দাস, সাকিব আল হাসানদের।
ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। ১ রান করেই লুঙ্গি এনগিদির শিকার টাইগার অধিনায়ক তামিম ইকবাল। স্কোর বোর্ডে কোন রান যোগ করার আগেই প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। লিটন, ইয়াসির ও মুশফিকও দ্রুত ফিরেন প্যাভিলিয়নে। এতে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
৬ষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও আফিফের ৬০ রানের জুটিতে শতরান পার করে টাইগাররা। ২৫ রানে মাহমুদউল্লাহকে আউট করেন শামসি। আর ইনিংস সর্বোচ্চ ৭২ করে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৮ রান। এরপর আর বেশিদূর যেতে পারেনি টাইগাররা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৯৪ রানে থামে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা একাই নেন পাঁচটি উইকেট। এছাড়া, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেল, তাবরেইজ শামসি ও ভ্যান্ডার ডুসেন নেন একটি করে উইকেট।