সাউথ আফ্রিকার মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের পর উজ্জীবিত বাংলাদেশের নজর এখন সিরিজ জয়ের। জোহানেসবার্গে ২য় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। আজ জোহানেসবার্গের ওয়ানডার্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পরিবর্তন নিয়ে নামতে চলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দল এখন পর্যন্ত খেলেছে মোট ১০টি ওয়ানডে। যেখানে প্রথম নয়টিতে দক্ষিণ আফ্রিকা জিতলেও, সর্বশেষ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বেশি রান করার লক্ষ্যে বাংলাদেশের তামিমরা। অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বার বাভুমা জানান, তারা টস জিতলে আগে বোলিংই করতেন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ওয়েন পার্নেল, তাবরাইজ শামসি ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরেইনা।