বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাশিয়ার ৭ হাজার সেনা নিহত

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১৭, ২০২২ ২:২৭ অপরাহ্ণ

গত তিন সপ্তাহ ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাত হাজারের বেশি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের এই সংখ্যা শতভাগ সঠিক নয়। সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ, ইউক্রেনীয় পরিসংখ্যান, রুশ পরিসংখ্যান, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি এবং রাশিয়ার বিধ্বস্ত ট্যাঙ্ক এবং নিহত সেনাদের ভিডিও চিত্র পর্যবেক্ষণের মাধ্যমে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে প্রায় ২০০ সেনা। যুদ্ধে রাশিয়ার ৪৪৪টি ট্যাঙ্ক, এক হাজার ৪৩৫টি সশস্ত্র যান, ৮৬টি যুদ্ধবিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন ও তিনটি জাহাজ বিধ্বস্ত হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া নিরপেক্ষ কোনো সূত্র থেকে এর সত্যতা যাচাই করা যায়নি।

সর্বশেষ - সাহিত্য

Translate »