বুধবার , ১৪ জুলাই ২০২১ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঈদের পর কঠোর বিধিনিষেধেও চলবে শেয়ারবাজার

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৪, ২০২১ ১১:১১ পূর্বাহ্ণ
ঈদের পর কঠোর বিধিনিষেধেও চলবে শেয়ারবাজার

Spread the love

মহামারি করোনাভাইরাসের সংক্রামণ রোধে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যে শিল্প-কলকারখনা বন্ধ থাকলেও শেয়ারবাজারের লেনদেন চলবে।

ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে ঈদের পর শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের আগের শেয়াবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর ঈদের পর শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঈদের ছুটির ১৯ জুলাই পর্যন্ত শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে। ২১ জুলাই ঈদ হওয়ার কারণে ঈদের আগে শেয়ারবাজারে আর লেনদেন হবে তিনদিন।

ঈদের ছুটি শেষে ২৫ জুলাই থেকে ব্যাংকের মতো শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

এ সময়ে ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজরে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই লেনদেনে স্বাভাবিক সময়ের মতো ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত