বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ড. ইউনূসকে ‘বিশেষ সম্মাননা’ দেবে অলিম্পিক

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৫, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ
ড. ইউনূসকে ‘বিশেষ সম্মাননা’ দেবে অলিম্পিক

Spread the love

নানা চড়াই-উতড়াই পার করে করোনা পরিস্থিতিতেই অবশেষে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক।

এবারের আসর বসবে জাপানের টকিওতে। করোনাবিষয়ক সব রকমের সর্তকতা নিয়েই আগামী ২৩ জুলাইয়ে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় আসরের।

আর জানা গেছে, টোকিও অলিম্পিকে বিশেষ সম্মাননা পাচ্ছেন নোবেল পদক জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

এই বাংলাদেশিকে অলিম্পিক লরেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বুধবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, খেলাধুলার উন্নয়নের জন্য বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ড. ইউনূসকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

পাঁচ বছর আগে ২০১৬ রিও অলিম্পিকে প্রথমবারের মতো এই সম্মাননা চালু করে আইওসি (আন্তর্জাতিক অলিম্পিক কমিটি)।

সেবার সাংস্কৃতিক, শিক্ষা ও শান্তিতে প্রচেষ্টার স্বীকৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য এই সম্মাননায় ভূষিত হন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কাইনো।

নিজের দেশ কেনিয়ায় শিশুদের জন্য ঘর, স্কুল ও অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার খুলে বিশ্বদরবারে অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেন এই কেনিয়ান।

এবার ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্রতা কমানোর স্বীকৃতি স্বরূপ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মাননা দিতে যাচ্ছে টকিও অলিম্পিকের আয়োজকরা।

সর্বশেষ - প্রবাস