শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাহরাইনের সঙ্গে ইসরাইলের নিরাপত্তা চুক্তি

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৫, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ
বাহরাইনের সঙ্গে ইসরাইলের নিরাপত্তা চুক্তি

Spread the love

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বাহরাইনের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।

বাহরাইনের রাজধানী মারামায় গত বৃহস্পতিবার এ চুক্তি হয় বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যম। খবর ইয়েনি সাফাকের।

ইসরাইলের দৈনিক ইয়েদিয়থ আহরোনোথ জানায়, চুক্তিতে ইরাইলের পক্ষে স্বাক্ষর করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ এবং বাহরাইনের পক্ষে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল্লাহ বিন হাসান আল-নইমি।

বাহরাইনের শাসক হামাদ বিন ইসা আল-খলিফার মানামার বাসভবনে ওই প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ইসরাইলি গণমাধ্যম এ চুক্তিতে ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করেছে। তবে, চুক্তিতে কী আছে তা উল্লেখ করা হয়নি।

প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেছেন, এ চুক্তির ফলে বাহরাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

সর্বশেষ - প্রবাস

Translate »