শনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান তুর্কি উইঘুর মুসলিমদের

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ৫, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ
বেইজিং অলিম্পিক বয়কটের আহ্বান তুর্কি উইঘুর মুসলিমদের

Spread the love

উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য চীনের বেইজিংয়ে ২০২২ সালে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক বয়কটের আহ্বান জানিয়েছেন তুর্কি উইঘুর মুসলিমরা

শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিক্ষোভ করেছে চীনের উইঘুরের কয়েক হাজার মানুষ। এসময় তারা অলিম্পিক বয়কটের আহ্বান জানান। খবর-আল সাবাহ।

তুরস্কের সংবাদমাধ্যম আল সাবাহর এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা শহরের তুর্কি অলিম্পিক কমিটির ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা অলিম্পিকে অংশগ্রহণকারীদের চীনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন।

‘চীন গণহত্যা বন্ধ কর,’ ‘মুসলিমরা ঘুমিও না, তোমার ভাইদের জন্য রুখে দাঁড়াও,’ বিক্ষোভকারীরা এসব স্লোগান দেয়, রাস্তা অবরোধ করে তারা এই সব স্লোগান দেয়। 

পরবর্তীতে তুর্কি পুলিশ বিক্ষভকারীরা চীনা কনস্যুলেটের দিকে যেতে চাইলে বাধা দেয়। .

বিক্ষভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী ছাত্র আবদুল্লাহ মুদিনোলু বলেন, এই শীতকালীন অলিম্পিক তুষার উপর নয়, রক্তের উপর অনুষ্ঠিত হচ্ছে।

বিক্ষোভকারীদের একজন বলেন, উইঘুরদের বিরুদ্ধে নির্যাতন, নিষ্ঠুরতা ও গণহত্যা চালানো চীনের অলিম্পিক আয়োজন করার অধিকার নেই। তার স্বজনেরা চীনের বন্দিশিবিরে নির্যাতিত হচ্ছেন বলেও তিনি দাবি করেন।

প্রায় ৫০ হাজার উইঘুর তুরস্কে বসবাস করে। মধ্য এশিয়ার বাইরে সবচেয়ে বড় উইঘুর প্রবাসী জায়গা দিয়েছে তুরস্ক। উইঘুরদের সঙ্গে তুর্কিদের জাতিগত, ধর্মীয় এবং ভাষাগত সম্পর্ক রয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »