বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়েছে। এটি কোন হ্যাকারের কাজ নয়, পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে তার সেই কথোপকথন।
শুক্রবার (৩০ জুলাই) শুটিং শেষ করে সেট থেকে বের হন শুদ্ধা। নায়িকাকে দেখে পাপারাজ্জিরাও তাদের ক্যামেরা খুলে রেখেছিলেন। শ্রদ্ধা তখন ফোন নিয়ে ব্যস্ত। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তিনটি লাভ ইমোজি দিয়ে সেভ করা কোনো ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছেন শ্রদ্ধা।
ছবি তোলার পর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এক পাপারাজ্জি। মুহূর্তের মধ্যেই শ্রদ্ধার ভক্তদের রোষানলে পড়েন তিনি। কারো ব্যক্তিগত কথোপকথন ফাঁস করা উচিত নয় বলে মন্তব্য করেন শ্রদ্ধার ভক্তরা। তবে এই বিষয়ে শ্রদ্ধা এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
প্রসঙ্গত, ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে শ্রদ্ধার প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। প্রায়ই বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যায় তাদের।