আগামী মেগা প্রোজেক্ট প্যান ইন্ডিয়া ফিল্মসয়ে পরিচালক রাম চরণ শঙ্করের সঙ্গী হচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি। নিজের ২৯ তম জন্মদিনে এই পরিচালকের সঙ্গে হাত মেলালেন নায়িকা।
এ প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘এটা এখন পর্যন্ত পাওয়া আমার অন্যতম সেরা জন্মদিনের উপহার। আমি এই নামী সংস্থার সঙ্গে কাজ করতে একদিকে যেমন আগ্রহী, তেমনই একটু ভয়ও পাচ্ছি। শুটিং শুরুর অপেক্ষায় আছি। আশা করছি নিজের অভিনয় প্রতিভা দেখানোর বড় সুযোগ পাব।’
২০১৪ সালে ‘ফৌজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার পর থেকেই নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন কিয়ারা। তবে ‘কবির সিং’ সিনেমাটি তাকে চূড়ান্ত সফলতা এনে দিয়েছে। আগামী ১২ আগস্ট মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘শেরশাহ’। এছাড়াও নায়িকার হাতে রয়েছে ‘ভুলভুলাইয়া ২’ ও ‘জুগ জুগ জিও’র মত একাধিক সিনেমা।
সূত্র: এবিপি আনন্দ