বুধবার , ৪ আগস্ট ২০২১ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাবা খুশি, মেয়েও খুশি

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৪, ২০২১ ৮:৪৭ পূর্বাহ্ণ
বাবা খুশি, মেয়েও খুশি

Spread the love

বেল বটম ছবির প্রস্তাব পেয়েই লুফে নিয়েছিলেন বানী কাপুর। নিজের চরিত্রটা ছোট না বড়, ভালো না খারাপ, কিছুই ভাবেননি। অক্ষয় কুমারের মতো সুপারস্টারের সঙ্গে একই পর্দায় আসতে পেরেই খুশি এই বলিউড তারকা। এক সাক্ষাৎকারে বানী বলেন, ‘অক্ষয় কুমারের সঙ্গে কাজ করার সু্যোগ পেয়েছি, আমার জন্য এটা অনেক বড় সৌভাগ্য। উনি আমার ওপর আস্থা এবং ভরসা রেখেছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এই ছবি ঘিরে আমি অত্যন্ত উত্তেজিত। কারণ, আমি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছি। আর ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করব বলে ছবিটির প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ করেছিলাম। কোনো রকম ভাবনা–চিন্তা করিনি।’

এই ছবিতে বানীর অভিনয় করার পেছনে অন্য একটা কারণও আছে। এই বলিউড অভিনেত্রী বলেছেন, তাঁর বাবা শিব কাপুর সুপারস্টার অক্ষয় কুমারের বড় ভক্ত। বানী বেল বটম ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছেন শুনে তাঁর বাবাও আনন্দে আত্মহারা। এ প্রসঙ্গে বানী বলেন, ‘বাবাকে এত খুশি আমি কমই দেখেছি। বাবা এত খুশি কারণ আমি যাঁর সঙ্গে কাজ করতে চলেছি, দীর্ঘ সময় ধরে উনি সেই অভিনেতার ভক্ত। বাবাকে এই খবর শোনানোর পর উনি খুশির সাগরে ভাসছিলেন।’

১৯ আগস্ট বড় পর্দায় আসতে চলেছে বেল বটম। আশির দশকের পটভূমিকায় স্পাই থ্রিলারধর্মী এই ছবির অন্যান্য চরিত্রে আছেন হুমা কুরেশি, লারা দত্ত প্রমুখ। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই থ্রি-ডি ছবিতে অক্ষয় কুমার একজন র-এজেন্ট। আর তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন বানী কাপুর। জানা গেছে, বেল বটম ছবিতে লারা দত্তকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। এ ছাড়া শিগগিরই চন্ডীগড় করে আশিকি ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বানী। শামসেরা ছবিতে তিনি রণবীর কাপুরের নায়িকা। 

সর্বশেষ - প্রবাস