দক্ষিণ সুদানের বাংলাদেশ শান্তিরক্ষা মিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। দেশটির জুবায় শান্তিরক্ষা মিশনের বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউনিট ও বাংলাদেশ মেরিন ফোর্সেস ইউনিট পরিদর্শন করেছেন মন্ত্রী।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ড. মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ সুদানের অনাবাসিক বাংলাদেশের রাষ্ট্রদূত, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।
জাতিসংঘ মিশনে বাংলাদেশ শান্তিরক্ষীদের অংশগ্রহণ বাড়াতে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শান্তিরক্ষীরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষ সেবার মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। তিনি বাংলাদেশের শান্তিরক্ষীদের অংশগ্রহণকে একটি সুযোগ হিসেবে চিহ্নিত করেন, যাতে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে তুলে ধরা যায়।
ড. মোমেন সেখানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে নিযুক্ত বাংলাদেশ শান্তিরক্ষীদের সঙ্গে দেখা করার পাশাপাশি দেশটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
এ ছাড়া দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বিয়াট্রিস ওয়ানি নোহার সঙ্গে বৈঠক করেছেন ড. মোমেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।