শুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সুপারমার্কেটে ছুরি হামলা, যা বললেন জেসিন্ডা আরডার্ন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৩, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ণ
সুপারমার্কেটে ছুরি হামলা, যা বললেন জেসিন্ডা আরডার্ন

Spread the love

নিউজিল্যান্ডের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

স্থানীয় সময় শুক্রবার এ হামলা হয়। খবর আলজাজিরার।

এ ঘটনাকে জেসিন্ডা আরডার্ন ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে অভিহিত করে বলেন, হামলাকারী আইএসআইএল জঙ্গিগোষ্ঠীর দ্বারা অনুপ্রাণিত ছিলেন।

তিনি বলেন, ছুরি হামলার ঘটনায় অন্তত ছয়জন আহত হন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, হামলা চালানোর ৬০ সেকেন্ডের মধ্যে হামলাকারীকে হত্যা করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  এটি ঠিক নয়, ঘৃণ্য কাজ। এটি একক ব্যক্তির দ্বারা পরিচালিত হামলা, বিশ্বাসের নয়।

হামলাকারী শ্রীলংকার নাগরিক। যিনি ২০১১ সালে নিউজিল্যান্ড আসেন।  ২০১৬ সাল থেকে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। যদিও হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সর্বশেষ - প্রবাস