ইরাকের অন্যতম জ্যেষ্ঠ শিয়া নেতা আয়াতুল্লাহ সায়িদ মুহাম্মাদ আল-হাকীম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার নিজ শহর নাজাফের আল হায়াত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএর খবরে জানানো হয়েছে।
১৯৩৬ সালে জন্ম নেওয়া আয়াতুল্লাহ সায়িদ মুহাম্মাদ আল-হাকীম প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-শিস্তানিসহ নাজাফ শহরের বিখ্যাত হাওজায় শিক্ষকতা করা চারজনের মধ্যে একজন ছিলেন।
আল জাজিরার খবরে বলা হয়, শনিবার নাজাফ ও পবিত্র শহর কারবালায় তার দুটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক বিবৃতিতে শিয়া মতাদর্শের এ ‘বিশিষ্ট ব্যক্তিত্ব’র মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। বাগদাদের মার্কিন দূতাবাসও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
১৯৩৬ সালে নাজাফে জন্মগ্রহণকারী আল-হাকিমকে ইরাকের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হতো।