রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বলিউডে বাঁধন!

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১২, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ণ
বলিউডে বাঁধন!

Spread the love

বলিউড সিনেমায় অভিনয় করার সম্ভাবনা তৈরি হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। তবে বিষয়টি তিনি নিশ্চিত করেননি আবার আবার উড়িয়েও দেননি। বলিউডের পরিচালক বিশাল ভরদ্বাজের আসন্ন সিনেমায় দেখা যেতে পারে তাকে।

এ ব্যাপারে বাঁধন বলেন, ‘আমি এটা নিয়ে কথা বলতে পারছি না।’ পরিচালকের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

এর আগে জানা গেছে, বিশাল ভরদ্বাজ নেটফ্লিক্সের জন্য ‘খুফিয়া’ শিরোনমের একটি সিনেমা করতে চাইছেন। যেখানে গল্পের জন্যই বাংলাদেশের একজন অভিনেত্রী প্রয়োজন। সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে বাংলাদেশের অভিনত্রেী বিদ্যা সিনহা মিম ও মেহজাবিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা সিনেমাটিতে কাজ করবেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া দেশের সিনেমা রেহানা মরিয়ম নূর এ নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। শিগগিরই সিনেমাটি জমা পরতে যাচ্ছে সেন্সর বোর্ডে।

সর্বশেষ - প্রবাস

Translate »