বৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অবশেষে জামিন পেলেন আরিয়ান খান

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৮, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ
অবশেষে জামিন পেলেন আরিয়ান খান

তিন সপ্তাহ কারাগারে থাকার পর অবশেষে জামিন পেলেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। 

বৃহস্পতিবার মুম্বাইয়ের আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল। তৃতীয় দিনে হাইকোর্ট জামিনের আদেশ দিল।

আরিয়ানকে গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল। এর পর ৩ অক্টোবার তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। 

মোট দু’বার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

শাহরুখ পুত্রের বিরুদ্ধে মাদক-মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তোলার পর মামলা ভিন্ন দিকে মোড় নেয়।

তদন্ত কর্মকর্তা সমীরের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি মামলার আরেক সাক্ষী কিরণ গোসাভিকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তকারী কর্মকর্তার ভূমিকা নিয়ে ধোঁয়াশার মধ্যেই আরিয়ানকে জামিন দিল আদালত।

সর্বশেষ - সাহিত্য

Translate »