মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কে হবেন ফিলিস্তিনের পরবর্তী অন্তর্বর্তী প্রেসিডেন্ট, জানালেন মাহমুদ আব্বাস

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৮, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ক্ষমতার উত্তরসূরি নির্ধারণে নতুন একটি ডিক্রি জারি করেছেন, যা ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) ঘোষিত ওই ডিক্রিতে আব্বাস জানান, প্রেসিডেন্টের পদ শূন্য হলে বা তিনি অক্ষম হয়ে পড়লে সহ-সভাপতি হুসেইন আল-শেখ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। ডিক্রিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যু বা অক্ষমতার পর সহ-সভাপতি সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে। তবে কোনো ব্যতিক্রমী পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না হলে, ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিষদ একবারের জন্য এই অন্তর্বর্তী মেয়াদ বাড়াতে পারবে।

বিরোধীরা এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করেছেন। ফিলিস্তিনি আইনে প্রেসিডেন্টের মৃত্যুর পর সংসদের স্পিকারই উত্তরসূরি হওয়ার কথা; যে পদটি বর্তমানে ২০০৬ সালের নির্বাচনে জয়ী হামাসের একজন সদস্যের দখলে। তবে দীর্ঘদিন ধরে কার্যকর সংসদ না থাকায় নতুন ঘোষণায় সহ-সভাপতিকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে।

এ বিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, রাজনৈতিক ব্যবস্থায় একতরফা পরিবর্তন মৌলিক আইন লঙ্ঘন করছে এবং এটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা।

তিনি আরও বলেন, এই পদক্ষেপ রাজনৈতিক কাঠামোকে বিকৃত করছে এবং সংস্কারের যেকোনো সম্ভাবনাকে জটিল করে তুলছে। হামাস জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক সংস্কারের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

গত এপ্রিল মাসে আব্বাস হুসেইন আল-শেখকে ফিলিস্তিন রাষ্ট্রের সহ-সভাপতি এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নিয়োগ দেন। তখনও হামাস এই সিদ্ধান্তকে ‘একচেটিয়াকরণের স্থায়ীকরণ’ বলে সমালোচনা করেছিল।

আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী শেখ আগে ইসরায়েলি দখলদার বাহিনীর সঙ্গে নিরাপত্তা সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তিনি ইসরায়েলি সামরিক নেতৃত্ব ও মার্কিন কূটনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে তার জনপ্রিয়তা অত্যন্ত কম।

২০২২ সালের এক জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচন হলে তিনি মাত্র তিন শতাংশ ভোট পেতেন। তাছাড়া ২০১২ সালে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে তার ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ - সাহিত্য

Translate »