রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা ফি বাড়ানোয় উদ্বেগে ভারত

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি হঠাৎ করে উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির মতে, নতুন এই নীতির ফলে হাজারো ভারতীয় পেশাজীবীর পরিবারে ‘মানবিক পরিণতি’ দেখা দিতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এইচ-১বি ভিসার ফি ৬০ গুণ বাড়িয়ে এক লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। নতুন এই নিয়ম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

মূলত প্রযুক্তিখাতে ব্যবহৃত এইচ-১বি কর্মী ভিসার প্রধান সুবিধাভোগী ভারতীয় নাগরিকরা। যুক্তরাষ্ট্রে এই ভিসার অধীনে কর্মরতদের প্রায় ৭০ শতাংশই ভারতীয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই ফি কর্মী পরিবারগুলোর মধ্যে অসঙ্গতি ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত মানবিক পরিণতি ডেকে আনতে পারে।

ভারত আরও আশা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র এই বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে এবং বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হোয়াইট হাউস বলেছে, এই এককালীন ফি কেবল নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। যারা ইতোমধ্যে এইচ-১বি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন অথবা নবায়নের জন্য আবেদন করেছেন, তাদের ওপর এ নিয়ম কার্যকর হবে না।

এ সিদ্ধান্তের পর বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানি তাদের কর্মীদের সতর্ক করে দিয়েছে। যারা যুক্তরাষ্ট্রের বাইরে রয়েছেন, তারা যেন দ্রুত ফিরে আসেন; আর যারা ভেতরে আছেন, তারা যেন আপাতত দেশ না ছাড়েন।

বিশ্লেষকরা বলছেন, এত অল্প সময়ে এত বড় পরিবর্তন আনার ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি খাত ও শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ভারতের তথ্যপ্রযুক্তি খাতের প্রধান সংগঠন ন্যাসকম বলেছে, এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে পেশাজীবীদের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলবে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেল আমদানি ও মার্কিন শুল্ক চাপ নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতে ৪১.৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও, আমদানি করেছে প্রায় দ্বিগুণ-৮৭.৩ বিলিয়ন ডলারের পণ্য।

এই পরিস্থিতিতে বাণিজ্য আলোচনার জন্য ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আগামী সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।

হোয়াইট হাউস বলেছে, কিছু ক্ষেত্রে এইচ-১বি ভিসার ‘অপব্যবহার’ করে মার্কিন নাগরিকদের চাকরি হরণ করা হয়েছে এবং মজুরি হ্রাস করা হয়েছে। তবে জাতীয় স্বার্থে কেসভিত্তিক ছাড় দেওয়ার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এইচ-১বি ভিসা হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে অস্থায়ী ভিত্তিতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি দেওয়া একটি ব্যবস্থা। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র প্রায় ৪ লাখ এইচ-১বি ভিসা অনুমোদন করেছে, যার মধ্যে ২ লাখ ৬০ হাজারই ছিল ভিসা নবায়ন।

 

সর্বশেষ - সাহিত্য

Translate »