পাড়ার ফুটবলের ঘটনা ঘটল লিগ ওয়ানে। খেলোয়াড় ও দর্শকরা জড়িয়ে পড়লেন সংঘর্ষে। এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখা গেছে অ্যালিয়েঞ্জ রিভিয়েরায় হওয়া নিস ও মার্শেইর ফরাসি লিগ ম্যাচে। স্বাগতিক ভক্তরা মার্শেই খেলোয়াড়ের দিকে বোতল ছুড়ে মারেন এবং ঢুকে পড়েন মাঠে।
ক্যাস্পার ডলবার্গের গোলে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় নিস। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ৭৪ মিনিটে কর্নার নেওয়ার সময় মার্শেই ফরোয়ার্ড দিমিত্রি পায়েটের দিকে বোতল ছুড়ে মারেন নিস সমর্থকরা। তিনি মুখ বুজে সহ্য করেননি। একটি বোতল ছুড়ে মারেন দর্শকদের দিকে। তার সতীর্থরাও তেড়ে যান। তারপরই শুরু হয় হুড়োহুড়ি। নিরাপত্তাকর্মীরাও মাঠে দর্শকদের অনুপ্রবেশ ঠেকাতে পারেননি।
উচ্ছৃঙ্খল দর্শকদের এমন কাণ্ডে প্রতিপক্ষের কোচিং স্টাফদের সঙ্গে গোলমাল বাধে মার্শেই কোচ হোর্হে সাম্পাওলির। দুই দলের খেলোয়াড়দের টানেলের ভেতরে নেওয়া হয়। নিস প্রেসিডেন্ট জ্য-পিয়েরে রিভেরে স্বাগতিক সমর্থকদের ঠাণ্ডা হতে বলেন। ঘণ্টাখানেক পর তাদের খেলোয়াড়রা ওয়ার্মআপ করতে মাঠে ফিরলেও মার্শেইর কেউ ফেরেননি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মার্শেই প্রেসিডেন্ট পাবলো লোনগোরিয়া বলেছেন, লিগ কর্তৃপক্ষ ম্যাচ পুনরায় শুরু করতে বললেও তারা আর না খেলার সিদ্ধান্ত নেন। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নেন বলে তিনি জানান।
এদিকে নিস প্রেসিডেন্ট এই গোলমালের জন্য কিছুটা হলেও দায়ী করেছেন পায়েট ও তার সতীর্থ আলভারো গঞ্জালেসকে। তাদের প্রতিক্রিয়ার কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে মত দিলেন তিনি। এছাড়া মার্শেইর কোচিং স্টাফরা কয়েকজন স্বাগতিক খেলোয়াড়কে মারধর করেছেন বলে অভিযোগ তারা।
ফরাসি দৈনিক লেকিপ’এর প্রতিবেদন অনুযায়ী, এই মারামারিতে সফরকারী দলের খেলোয়াড় মাত্তেও গুয়েনদোজি ও লুয়ান পেরেজ আহত হয়েছেন।