বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাশিয়ায় ৮.৮ মাত্রার ভূমিকম্পে সুনামি, ১৪ দেশে সতর্কতা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩১, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামি সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের পর ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়, আকাশে ছাইয়ের স্তর ছড়িয়ে পড়ে ৩ কিলোমিটার উচ্চতায়। সেভেরো-কুরিলস্ক শহরের আড়াই হাজার বাসিন্দাকে উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। মাছ প্রক্রিয়াকরণ কারখানাসহ কিছু এলাকা প্লাবিত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, আলাস্কা, হাওয়াইসহ ১৪টি দেশ ও অঞ্চলে। জাপানের হোক্কাইডো উপকূলে ৪ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ১৯০০ সালের পর এটি বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ৬.৯ ও ৬.৩ মাত্রার আফটারশক হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি পরিষেবা প্রস্তুত রয়েছে।

এ ঘটনার পর জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, চিলি, পেরু, ইকুয়েডরসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে শান্ত থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - সাহিত্য

Translate »