রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউরোপে এক ঘণ্টা এগোলো ঘড়ির কাঁটা

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩১, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

Spread the love

আজ থেকে ইউরোপের দেশগুলোতে এক ঘণ্টা এগিয়ে চলবে ঘড়ির কাঁটা। মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রতিবছর মার্চের শেষ

রোববার (৩১ মার্চ) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হয়। মূলত এটি ‘ডে লাইট সেভিং টাইম (ডিএসটি)’ নামে পরিচত। খবর টাইম অ্যান্ড ডেট।

অফিসসহ অন্যান্য জায়গায় দিনের আলোর আরও ব্যবহারের জন্য এমনটি করা হয়। তবে আগামী ২৭ অক্টোবর রোববার আবারও সাধারণ সময়ে ফিরে আসবে ঘড়ির কাঁটা। যুক্তরাষ্ট্র ও কানাডায় গত ১০ মার্চ থেকেই ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর যে ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয়, তা বাতিল করে দিতে ২০১৯ সালে উদ্যোগ নিয়েছিলো ইউরোপীয় ইউনিয়ন। তবে পাঁচ বছর পার হলেও এখন পর্যন্ত এটি নিয়ে কোনো সমাধান হয়নি। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনাও শুরু করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।

সর্বশেষ - প্রবাস

Translate »