বিমানবন্দরে প্রবাসীদের স্বর্ণ এবং অর্থ লুট করতে তৎপর চক্রের সাথে যুক্ত খোদ বিমান বন্দরের পুলিশ সদস্যরা। বিমান বন্দরের ভেতরে থাকা চক্রের সদস্যরা জানিয়ে দেয় কোন প্রবাসীর লাগেজে কি আছে, বা সাথে স্বর্ণ অলংকার কি পরিমাণ আছে।
এরপর বাইরে অপেক্ষমান চক্রের অন্য সদস্যরা যাত্রীকে কৌশলে আটক করে তার কাছ থেকে
কেড়ে নেয় মূল্যবান দ্রব্য সামগ্রী। সম্প্রতি এ ধরণের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
প্রশ্ন হলো রক্ষকই যদি ভক্ষক হয়, তাহলে মানুষ কার কাছে যাবে?
মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা বিদেশে অর্থ উপার্জন করে। আর সেই টাকা দেশে আনা মাত্র যদি লুটেরারা কেড়ে নেয়, তাহলে প্রবাসীরা কি কোনদিন দেশে ফিরবে না?
প্রবাসীদের আয়ে টিকে আছে দেশের অর্থনীতি, কিন্তু প্রবাসীদের প্রতি এতো অবহেলা এবং অত্যাচার কেন?