প্রবাসীরা দেশে বিনিয়োগ করার পরিবর্তে বাইরে করছেন এর কারণ বাংলাদেশে আইনী জটিলতা ও নানা রকম হয়রানী। প্রবাসী শুনলেই যেন বিভিন্ন সংস্থা হয়রানীর মাত্রা বাড়িয়ে দেয়। ঘুষের অঙ্কটাও হয়ে যায় দ্বীগুণ।
এছাড়াও প্রবাসীরা দেশে এসে নানা ধরণের হয়রানীর শিকার হন। যেমন একজন বাড়ি করে ভাড়া দিয়েও শান্তি নেই, মালিক প্রবাসী হওয়ায় ভাড়া দিতে চাননা ভাড়াটিয়া। অন্যদিকে পার্টনারশিপে ব্যবসা করেও শান্তি নেই।অনেক প্রবাসীর প্রবাসীদের টাকা মেরে দিয়েছেন পার্টনাররা।
সারাজীবনের কষ্টার্জিত অর্থ বিশ্বাস করে প্রবাসীর স্ত্রীর একাউন্টে পাঠিয়ে দেশে ফিরে দেখা গেছে, প্রবাসীর পাঠানো টাকায় বাড়ি করে তার স্ত্রী অন্যের সাথে সংসার করছে। এভাবে নানা প্রতারণার শিকার হচ্ছে তারা।
এ জন্য প্রয়োজন প্রবাসী সুরক্ষা আইন। যাতে করে প্রবাসীদের জীবন ও সম্পদ সুরক্ষিত হয়।