সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঝালকাঠির আওড়াবুনিয়া ইউপি কার্যালয়ে রাতেও উড়ছিল জাতীয় পতাকা

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১৬, ২০২৩ ৫:২২ পূর্বাহ্ণ

Spread the love
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে একটি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখাগেছে।
রবিবার (১৫ জানুয়ারি) রাত ৭টার দিকে জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবনের জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
সরকারি কর্মকর্তাদের সাথে আলাপকালে জানাগেছে, রাতে জাতীয় পতাকা উত্তোলন করা অবমাননার শামিল। সন্ধ্যার আগে পতাকা নামিয়ে ফেলতে হবে। কোনো অবস্থাতেই রাতে পতাকা টানানো যাবে না। দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে।
তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অবহেলায় রাতেও জাতীয় পতাকা না নামানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদে প্রায় এমন ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সরেজমিনে গেলে ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত কাউকে পাওয়া যায়নি।
এব্যাপারে আওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠু সিকদার বলেন,‘ এটা অন্যায় হয়েছে। আমি ঢাকায় ছিলাম তাই এমন ঘটনা ঘটেছে। তবে আমি শোনার সাথে সাথে পতাকা নামানোর ব্যবস্থা করেছি।
এব্যাপারে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন,‘ আমি এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।
অলোক সাহা

সর্বশেষ - প্রবাস

Translate »