শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউক্রেনে রুশ হামলা নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে যে কথা হলো এরদোগানের

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ
ইউক্রেনে রুশ হামলা নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে যে কথা হলো এরদোগানের

Spread the love

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলায় উদ্বিগ্ন বিশ্ব। রুশ-ইউক্রেন উত্তাল পরিস্থিতি নিয়ে পরস্পরের সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই যুদ্ধ এড়াতে এতদিন দুই দেশের নেতাদের সঙ্গে আলোচনা ও দুতিয়ালি করছিলেন তুর্কি প্রেসিডেন্ট। খরব হুরিয়াত ডেইলি ও ডেইলি সাবাহর। 

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর বৃহস্পতিবার ফ্রান্সের প্রেডিসেন্টের সঙ্গে কথা হয় এরদোগানের।  দুই নেতাই এ বর্বর হামলার নিন্দা জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপের কোনো দেশে রাশিয়ার এটিই বড় কোনো আক্রমণ।

তুরস্কের যোগাযোগ দপ্তর জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসন ও এর ক্ষতি নিয়ে আলোচনা করেছেন ম্যাক্রোঁ ও এরদোগান। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার আগে এরদোগান বলেছিলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা করা হয়েছে। ফলে পূর্ব ইউরোপে শান্তি ও স্থিতি বিঘ্নিত হয়েছে।

তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডগত সংহতিতে বিশ্বাসী তুরস্ক। রাশিয়ার এ হামলা দুঃখজনক।

আর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, সামরিক হামলা থেকে রাশিয়ার সরে আসা উচিত।  পুতিন পূর্ব ইউরোপে যুদ্ধ ডেকে এনেছেন। ফ্রান্স ইউক্রেনের পাশে আছে বলেও জানান ম্যাক্রোঁ।

ইউক্রেন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এরদোগানের। তিনি এই দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছিলেন। 

সর্বশেষ - প্রবাস