খেলাধুলা কোন বিলাসিতা নয় বরং প্রয়োজনীয়তা – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও স্পোর্টস ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও অপরাজেয় ৭১ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য ও ঠাকুরগাঁও স্পোর্টস ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর সভাপতি দেবাশীষ দত্ত সমীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো। আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী , জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁও স্পোর্টস ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এ সময় ১২ ক্লাব, ১২ টি মাদ্রাসার শিক্ষার্থী, ১০০ সুবিধা বঞ্চিত শিশুর মাঝে ক্রীড়া সামগ্রী এবং এবং ২০০ দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মাদ্রাসা শিক্ষার্থীরা যথাযোগ্য পৃষ্ঠপোষকতার অভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চাইতে অনেক পিছিয়ে এবং বরাবরই তুলনামূলক ভাবে খেলাধুলার সুবিধা থেকে বঞ্চিত। ঠাকুরগাঁও স্পোর্টস ডেভেলপমেন্ট অর্গানাইজেশেন নামক এই ক্রীড়া সংগঠনটি সেই সকল পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও ক্লাব এবং সুবিধা বঞ্চিত যেসব শিশুরা রয়েছে তারা যাতে পিছিয়ে না পড়ে তাই তাদের মাঝেও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। দুস্থ অসহায় যেসব মানুষ রয়েছে এই তীব্র শীতে তারা যাতে কষ্ট না পায় সে কারণে তাদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চালানোর মাধ্যমে তাদের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।