মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশ্বকাপের মিডিয়া সম্মাননা পেলেন ৭ প্রবাসী সাংবাদিক

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ২৭, ২০২২ ৬:০২ পূর্বাহ্ণ

Spread the love

ফুটবল বিশ্বকাপে মাসব্যাপী সংবাদ পরিবেশন করায় ‘হোস্ট কান্ট্রি মিডিয়া’ সম্মাননা পেলেন সাতজন কাতার প্রবাসী সাংবাদিক।

স্থানীয় সময় শনিবার (২৪ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহার হোটেল রাওয়ান্দায় বিডি২৯ মাল্টিমিডিয়ার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসিম উদ্দিন আকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড.মুস্তাফিজুর রহমানের কাছ থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সাংবাদিকরা।

সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন, বাংলা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, চ্যানেল২৪ এর কাতার প্রতিনিধি কাজী মোহাম্মদ শামীম, এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মানুন, নিউজ২৪ এর কাতার প্রতিনিধি মামুনুর রশিদ, আরটিভির কাতার প্রতিনিধি ই এম আকাশ ও একাত্তর টিভির কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারী।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মোস্তাফিজুর রহমান বলেন,এই অর্জন শুধু আপনাদের নয় পুরো বাংলাদেশের। প্রবাসীদের সুখ-দুঃখ তুলে ধরার পাশাপাশি ফিফার মতো বড় একটি আন্তর্জাতিক ইভেন্টে মিডিয়া হিসেবে কাজ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। সেই সঙ্গে আপনাদের সার্বিক সফলতা কামনা করছি।

সাংবাদিক আনোয়ার হোসেন মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, শফিকুল ইসলাম তালুকদার বাবু, নুরুল কবির চৌধুরী, শাহ আলম, নুরুল আফছার বাবুল, নাজমুল হোসেন, এসপি সালাউদ্দিন, আব্দুল রাজ্জাক, শাহ আলম খান, আব্দুল জলিল, মাহবুবুর রহমান চৌধুরী, হাজী বাশার সরকার, খায়রুল আলম সাগর, এস কে সফিক, বাবুল আহমেদ, মহিউদ্দিন আজাদ, টিপন বড়ুয়া ও শেখ আকতার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলা ভিশনের কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, গাজী টিভির কাতার প্রতিনিধি এম এ সালাম, এসএ টিভির কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজীব ও একাত্তর বাংলা টিভির অনলাইন কাতার প্রতিনিধি সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।

সর্বশেষ - প্রবাস