নবীন হাসান : বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষ্যে সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁওয়ের তত্ত্বাবধায়নে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড হাসপাতাল, ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনায় ঠাকুরগাঁওয়ে গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ,মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। শুক্রবার দিনব্যাপী ঠাকুরগাঁও আইডিয়াল স্কুল মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, পিএসসি, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক ও শিশু বিশেষজ্ঞ লেঃ কর্নেল বিপ্লব কুমার রাহা ,এফসিপিএস ,এএমসি, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী । এছাড়াও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড হাসপাতালের মেডিকেল অফিসার লেঃ কর্নেল মোঃ আবু সাইদুজ্জামান এএমসি।
বিজিবির পক্ষ হতে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করায় স্থানীয় জনসাধারণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
এ ছাড়াও অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।