শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৬, ২০২২ ২:০২ অপরাহ্ণ

Spread the love

নবীন হাসান : বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস -২০২২ উদযাপন উপলক্ষ্যে সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁওয়ের তত্ত্বাবধায়নে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড হাসপাতাল, ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনায় ঠাকুরগাঁওয়ে গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ,মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। শুক্রবার দিনব্যাপী ঠাকুরগাঁও আইডিয়াল স্কুল মাঠে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ, পিএসসি, ঠাকুরগাঁও বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক ও শিশু বিশেষজ্ঞ লেঃ কর্নেল বিপ্লব কুমার রাহা ,এফসিপিএস ,এএমসি, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী । এছাড়াও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড হাসপাতালের মেডিকেল অফিসার লেঃ কর্নেল মোঃ আবু সাইদুজ্জামান এএমসি।

বিজিবির পক্ষ হতে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করায় স্থানীয় জনসাধারণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - প্রবাস

Translate »