সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ড্রেসিংরুমে নার্ভাস ছিলেন লিটন

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৫, ২০২২ ৭:০৩ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে রোববার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ১ উইকেটে জয়ের পর মানুষ ফুটবল বিশ্বকাপের উন্মাদনাই ভুলে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টাইগারদের নিয়ে চলছিল প্রশংসার বাণী। এই ম্যাচে জয় নিশ্চিতের আগে অবশ্য বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ছিলেন ভীষণ নার্ভাস। শেষ উইকেটে মেহেদী হাসান মিরাজ-মুস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য জুটিতে জয়ের পর অবশ্য খুশি তিনি।

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে টাইগার এই অধিনায়ক বললেন, ‘এখন খুব খুশি। ড্রেসিংরুমে বসে খুব নার্ভাস ছিলাম। শেষ ৬-৭ ওভারে মিরাজের ব্যাটিং উপভোগ করেছি। সিরাজ ও শার্দুল মাঝ ওভারে খুব ভালো বোলিং করেন এবং ম্যাচের গতি নিজেদের দিকে সরিয়ে দেন।’

লিটন যোগ করেন, ‘আমি এবং সাকিব ভাই যখন ব্যাট করছিলাম তখন আমরা ভেবেছিলাম যে আমরা এটা সহজে তাড়া করতে পারব। কিন্তু আমরা দুজনেই আউট হওয়ার পর লক্ষ্যটা কঠিন হয়ে গেল এবং ভারত সত্যিই ভালো বোলিং করল। পরবর্তীতে মিরাজের অসামান্য ইনিংসে জয়।’

এদিকে ব্যাট হাতে দলকে জয় এনে দেওয়ার পর ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। পুরস্কার গ্রহণ করতে গিয়ে এই অলরাউন্ডার বললেন, ‘আমি সত্যিই খুশি এবং উত্তেজিত। কেবল এক জায়গায় ফোকাস করে এগোতে চাচ্ছিলাম। এবং সেই কৌশলটিতে বিশ্বাস করার কথা ভাবছিলাম। আমি জানতাম যে আমাকে কেবল ২০ বল ব্যাট করতে হবে। এছাড়া বল হাতে উইকেট টু উইকেট বোলিং করার চেষ্টা করেছি। এটা আমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত।’

সর্বশেষ - সাহিত্য

Translate »