শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালিতে মৃত্যুর পর ৪৫ দিন মর্গে পড়েছিল প্রবাসীর মরদেহ

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৯:৫৫ পূর্বাহ্ণ
ইতালিতে মৃত্যুর পর ৪৫ দিন মর্গে পড়েছিল প্রবাসীর মরদেহ

Spread the love

ইতালিতে আব্দুল হাই (৪৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর প্রায় ৪৫ দিন তার মরদেহ পড়েছিল মর্গে।

শেষপর্যন্ত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ইতালিতেই দাফন করা হয়। এ ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করে রোমের দূতাবাসসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা।

আব্দুল হাইয়ের গ্রামের বাড়ি কুমিল্লায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জানুয়ারি তিনি মারা যান।

পরে সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, ‘আব্দুল হাই নামে এক বাংলাদেশির মরদেহ দীর্ঘ ৪৫ দিন ধরে মর্গে পড়ে আছে’।

হাইয়ের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মরদেহ ইতালিতে দাফন করার অনুমতি দেন।

নুরে আলম সিদ্দিকী বলেন, যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিরা, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আগামী শুক্রবার মসজিদে উম্মাহতে দোয়ার ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - প্রবাস

Translate »