শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালিতে অ্যাডভোকেট আনিসকে সংবর্ধনা

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২৫, ২০২২ ৫:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ইতালিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুজ্জামান আনিসকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় রসই রেস্টুরেন্টের হলরুমে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব ও ইতালি বাংলা প্রেস ক্লাবের আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জমির হোসেনের সভাপতিত্বে ও ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপনের পরিচালনায় এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আনিসুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, কমিউনিটি ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা সিকদার মুজিবুর রহমান, ইতালি আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম প্রধান, সাংবাদিক আঁখি সীমা কাউছার, যুবলীগ ইতালি শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রোম মহানগর আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, ঢাকা বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েছ, সন্দ্বীপ সমিতি ইতালির সভাপতি মোক্তাদের মাওলা আদর, সাধারণ সম্পাদক নুর ইসলাম পান্না, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ফেনী জেলা সমিতির ইতালির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালির সাবেক সভাপতি জামিল আহমেদ, উপদেষ্টা জিয়াউর রহমান, প্রগতি ব্যবসায়ী সমিতি রোম ইতালির সভাপতি ইকবাল বেপারী, সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজি প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আহসান পিপু, সিনিয়র সহ-সভাপতি জাতরুল ইসলাম ফিরোজ, আওয়ামী লীগ নেতা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রাজিব রহমান, মো. ইব্রাহীম, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মন্তানিওলাস্থ বরিশাল বিভাগ সমিতির সভাপতি জামাল সরদার, নাদিম মাহমুদ।

ইতালি বাংলা প্রেস ক্লাবের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজিব খান, সদস্য হাফিজুর রহমান মিতু।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আনিসুজ্জামানের রাজনৈতিক জীবনের এই অর্জনকে প্রবাসী বাংলাদেশিদের অর্জন মনে করে তার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে আগামীতে আরও আরও বহুদূর এগিয়ে যেতে তার পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দেশীয় রাজনীতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করেন।

পরে অ্যাডভোকেট আনিস উপস্থিত রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ সব শ্রেণি পেশার মানুষের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - প্রবাস

Translate »