বুধবার , ১ ডিসেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুক্তরাষ্ট্রকে নিঃশর্তভাবে অর্থ ছাড়ের আহ্বান তালেবানের

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রকে নিঃশর্তভাবে অর্থ ছাড়ের আহ্বান তালেবানের

Spread the love

 অনলাইন ডেস্ক 

যুক্তরাষ্ট্রের প্রতি আফগানিস্তানের আটক অর্থ ছেড়ে দেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকার। কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনার দ্বিতীয় দফায় এই আহ্বান জানিয়েছে তালেবান। মঙ্গলবার দুই দিনব্যাপী এ আলোচনা শেষ হয়।

বৈঠকে আফগান প্রতিনিধিদল তাদের রাষ্ট্রীয় সম্পদ ছাড় করার পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়। এছাড়া, আফগান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ যেসব কাজ করছে তাতে তালেবান সমর্থন দিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে।

আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি থমাস ওয়েস্ট এবং তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

দু’পক্ষের মধ্যে প্রথম দফা আলোচনা গত অক্টোবর মাসে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছিল।

দ্বিতীয় দফা আলোচনা শেষে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি টুইটার পোস্টে আলোচনাকে ইতিবাচক বলে বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, দু’পক্ষ রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং জনকল্যাণ ইস্যু নিয়ে আলোচনা করেছে।

 গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেয় তালেবান। আগস্টের শেষে আফগানিস্তান ত্যাগ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে। পরের মাসে তালেবান অন্তর্বর্তী সরকার গঠন করে।

আফগানিস্তানে তালেবানের উত্থানের পর থেকেই দেশটি চরম আর্থিক সংকটে রয়েছে । যুক্তরাষ্ট্র আফগানিস্তানের রিজার্ভের এক হাজার কোটি মার্কিন ডলার জব্দ করেছে। একই কারণে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) সহায়তা স্থগিত করে।

এদিকে আর্থিক সমস্যায় জর্জরিত আফগানিস্তানে দেখা দিয়েছে তীব্র খরা। সতর্ক করে জাতিসংঘ বলছে, এসবের জেরে শীতের মাসগুলোয় ‘চরম’ খাদ্যসংকটে পড়বে প্রায় ২ কোটি ২০ লাখ আফগান।

মানবিক সংকটের মুখে আফগানিস্তানে সহায়তা চালুর বিষয় বিবেচনা করছে বিশ্ব ব্যাংক। বিশ্বব্যাংকের সহায়তা চালু হলে যুদ্ধবিধস্ত দেশটিতে কিছুটা স্বস্তি আসবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিশ্বব্যাংকের উদ্যোগ সামনে এগোলে এআরটিএফ থেকে ৫০ কোটি ডলার হাতে পাবে আফগানিস্তানের মানবিক সংস্থাগুলো।

সর্বশেষ - প্রবাস

Translate »