কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের দীর্ঘদিনের দাবি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) পেতে যাচ্ছেন। এ কার্ডের মাধ্যমে ২২ ধরনের নাগরিক সেবা নিতে পারবেন তারা।
বাংলাদেশ দূতাবাস কুয়েতের ফেসবুক পেজে প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলদেশ থেকে আসা নির্বাচন কমিশনে (ইসি) রেজিস্ট্রেশন টিম এনআইডি দেওয়া সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন টিম তিন সপ্তাহ অবস্থান করবে কুয়েতে।