রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রাবিরতির দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১৩, ২০২২ ৪:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ ছয় দফা দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় দর্শনা রেলবাজার ফুলতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন দর্শনার জন্য আমরা এবং দর্শনা প্রেসক্লাবের আয়োজনে গণসমাবেশে সভাপতিত্ব করেন দর্শনার জন্য আমরা’র আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, চুয়াডাঙ্গা রেল শ্রমিকলীগ সভাপতি গফুর হোসেন, দর্শনা রিক্স-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার, ওয়েভ ফাউন্ডেশনের কামরুজ্জামান যুদ্ধ ও সাজ্জাদ হোসেন প্রমুখ।

এর আগে বিভিন্ন সংগঠন শহরে মিছিল করে সমাবেশস্থলে সমবেত হয়।

গণসমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে দর্শনায় রেলযোগাযোগ থাকলেও বর্তমানে তা অবহেলিত। দর্শনা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসের আপ এবং চিত্রা এক্সপ্রেসের ডাউন যাত্রাবিরতি না থাকায় সাধারণ যাত্রীদের দূভোর্গ পোহাতে হচ্ছে। দর্শনা ও জীবননগরের হাজার হাজার মানুষ সড়ক পথে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের যাতাবিরতি দিলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। এছাড়া কোলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন থেকে যাত্রী ওঠানামার সুবিধা দেয়াসহ বেনাপল এক্সপ্রেস ট্রেনে দুটি এসি কোচ পুনরায় সংযোজনের দাবী জানানো হয়।

সর্বশেষ - প্রবাস