বুধবার , ১১ আগস্ট ২০২১ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইসরায়েলের সন্দেহজনক গতিবিধি আমাদের পর্যবেক্ষণে রয়েছে: ইরান

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১১, ২০২১ ৭:৪৮ পূর্বাহ্ণ
ইসরায়েলের সন্দেহজনক গতিবিধি আমাদের পর্যবেক্ষণে রয়েছে: ইরান

Spread the love

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলের সন্দেহজনক আচরণ আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

মঙ্গলবার শামখানির দফতরে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও বলেন, আমেরিকা ব্রিটেন ও ইসরায়েল পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, তবে আমরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্নকারী যেকোনও আচরণ ও নেপথ্য পরিকল্পনার ওপর সজাগ দৃষ্টি রাখছি এবং এ ধরনের কূটকৌশল ব্যর্থ করে দেওয়ার পূর্ণ সামর্থ্য আমাদের রয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার কুচক্রী ও বিপজ্জনক সামরিক উপস্থিতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ অঞ্চলে যতদিন মার্কিন সামরিক উপস্থিতি থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে না।

সাক্ষাতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের নিরাপত্তা বিপন্ন হয় এমন কোনও তৎপরতা ইরাকের মাটিতে চালাতে দেয়া হবে না। তিনি তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

সর্বশেষ - প্রবাস