নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নে পরিষদের উদ্যোগে ইউপি চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশের মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের তালঝারি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
৬০ মিনিটের ফুটবল খেলায় কোন পক্ষেই গোল না হওয়ায় শেষে ট্রাইবেকারে ফুটবল টুর্নামেন্টে গ্রাম পুলিশ দল ২-০ গোলে চেয়ারম্যান, সদস্য দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি গরু ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি খাসি।