বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জিতলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১০, ২০২২ ৪:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

নারী ফুটবলে আরেকটি শিরোপার অপেক্ষায় বাংলাদেশ। আগামী পরশু দিন শুক্রবার নেপালকে হারালেই সাফ অ-১৫ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে স্বাগতিকরা। বাংলাদেশ নেপালকে হারালে দুই দলের পয়েন্ট এবং হেড টু হেড সমান হবে। সেক্ষেত্রে গ্রুপের গোল ব্যবধান বিবেচনায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে।

আজ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপাল ১-০ গোলে ভুটানকে হারিয়েছে। বাংলাদেশ দুই ম্যাচে ভুটানকে ১৭ গোল দিয়েছে। পক্ষান্তরে নেপাল ভুটানকে দিয়েছে মাত্র ৮ গোল। বাংলাদেশের এই গোল ব্যবধান চ্যাম্পিয়ন হতে সহায়তা করবে।

গোল ব্যবধানের আগে বাংলাদেশকে আগে নেপালকে হারাতে হবে। বাংলাদেশ নেপালের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল। আগামী পরশু দিনের ম্যাচে নেপাল হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন। নেপাল আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কাঠমান্ডুর সিনিয়রদের হারের খানিকটা প্রতিশোধ নিয়েছে। পরশু দিন নেপাল ড্র করতে পারলে সেই প্রতিশোধ পুরোপুরি নেয়া হবে।

সেপ্টেম্বরে সাবিনারা কাঠমান্ডুর মাটিতে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দুই মাস সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপে নেপালের সামনে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ। অন্য দিকে বাংলাদেশের জন্য শিরোপা পুনরুদ্ধারের। ২০১৫ সালে এই কমলাপুরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। পরের দুই আসরে ভারতের কাছে হেরে রানার্স আপ হয় দলটি।

সর্বশেষ - প্রবাস