রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইমরানের হামলাকারীকে জিজ্ঞাসাবাদ, বেরিয়ে এলো আরও তথ্য

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৬, ২০২২ ২:৩১ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার উদ্দেশ্যে ওয়াজিরাবাদে তার কনটেইনার লক্ষ্য করে গুলি চালায় দুই হামলাকারী। এরমধ্যে নাভিদ নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। থানায় ধারণ করা একটি ভিডিওতে ইমরান খানকে গুলি করার কথা স্বীকার করেন তিনি। বৃহস্পতিবারের এ হামলায় পায়ে গুলিবিদ্ধ হন পিটিআই প্রধান।

হামলার ব্যাপারে আরও তথ্য জানতে আটক নাভিদকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যরা।

এর মধ্যে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে নাভিদ মাদকাসক্ত এবং তিনি ভিডিওতে যেসব কথা বলেছেন সেগুলো নিয়ে ‘সন্দেহ’ আছে।

পাকিস্তানের এক্সপ্রেস নিউজ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নাভিদ ইমরানের কনটেইনার লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করেছে।

পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত নাভিদ জানিয়েছেন, ওয়াজিরাবাদে ওয়াকাস নামে এক ব্যক্তির কাছ থেকে ২৬টি গুলিসহ একটি পিস্তল কিনেন তিনি।

ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে অভিযুক্ত আরও বলেছেন, তিনি প্রথমে ইমরান খানকে একটি মসজিদের ছাদ থেকে গুলি করতে চেয়েছিলেন। কিন্তু সে সময় আসরের নামাজ চলায় মসজিদের ছাদে যেতে পারেননি।

পুলিশের সূত্রের তথ্য অনুযায়ী, একটি বাইপাস সড়ক ব্যবহার করে ঘটনাস্থলে যায় হামলাকারী নাভিদ। সেখানে গিয়ে উচ্চস্বরে বাজানো গান বন্ধ করতে বলেন তিনি। এরপর ইমরানের কনটেইনার থেকে ১৫-২০ ধাপ দূর থেকে গুলি ছোড়া শুরু করেন। গুলিগুলো বাড়িতে তৈরি করা হয়েছিল। পিস্তল থেকে আটটি গুলি ছোড়ার পর এটি অকার্যকর হয়ে যায়। এখন ঘটনাস্থল থেকৈ উদ্ধারকৃত গুলির ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ওয়াকাস এবং ফয়সাল বাট নামে আরও দুইজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। প্রধান অভিযুক্ত নাভিদের তথ্যের ভিত্তিতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাছাড়া ঘটনার পর অভিযুক্ত নাভিদের পরিবারের সদস্যদেরও আটক করে নিয়ে আসা হয়।

প্রথমদিকে নাভিদকে বিভাগীয় পুলিশের হেফাজতের রাখা হলেও বর্তমানে সে আছে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে। এ ঘটনায় বড় কোনো চক্র জড়িত কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

যদিও হামলার শুরু থেকেই নাভিদ বলে আসছেন সে ছাড়া আর কেউ এ ঘটনার সঙ্গে জড়িত না। এমনকি সর্বশেষ স্বীকরোক্তিতেও বলেছেন ইমরান খানকে শুধুমাত্র একাই গুলি করেছেন তিনি। তাছাড়া পুলিশও নাভিদ ছাড়া আর কারও সংশ্লিষ্টতা খুঁজে পায়নি।

তবে নাভিদের কাছ থেকে গোপন তথ্য আদায়ে তার পলিগ্রাফ (সত্য-মিথ্যা যাচাইয়ের) পরীক্ষা নেওয়া হতে পারে।

এদিকে হামলাকারীর দাবি ইমরান মানুষকে ভুল পথে চালিত করছিলেন এ কারণে ক্ষুদ্ধ হয়ে তিনি তাকে হত্যার পরিকল্পনা করেন।

ইমরানকে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত কোনো এফআইআর দায়ের হয়নি। শুক্রবার হাসপাতাল থেকে ইমরান দাবি করেন এফআইআরে যাদের নাম উল্লেখ করতে চান তাদের নাম উল্লেখ করতে দেওয়া হচ্ছে না তাই এখনো এটি দায়ের হয়নি। হামলার পর ইমরান খান দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং একজন সেনা কর্মকর্তা এর সঙ্গে জড়িত।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
স্বীকারোক্তি আদায় করতেই পরীমনিকে বার বার রিমান্ড: আইনজীবী

স্বীকারোক্তি আদায় করতেই পরীমনিকে বার বার রিমান্ড: আইনজীবী

জলবায়ু সম্মেলনে ঢুকতে পারেননি ইসরাইলি মন্ত্রী

জলবায়ু সম্মেলনে ঢুকতে পারেননি ইসরাইলি মন্ত্রী

লাইভে কপাল থেকে ১৭৫ কোটি টাকার হিরা চুরি

লাইভে কপাল থেকে ১৭৫ কোটি টাকার হিরা চুরি

ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফ ‘গৃহবন্দি’

ইন্নাহদা পার্টির শীর্ষস্থানীয় নেতা আনোয়ার মারুফ ‘গৃহবন্দি’

প্রবাসীদের ম্বার্থ রক্ষায় কাজ করুন

প্রবাসীদের ম্বার্থ রক্ষায় কাজ করুন

গাজা ইস্যুতে ইউটার্ন যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র

কাতারে বিশ্বকাপ উপলক্ষে ট্যুরিজম খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশিরা

ইতালিতে বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণী সম্পন্ন

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় পার্টির চেয়ারম্যানের অভিনন্দন

প্রধানমন্ত্রীর জন্মদিনে জাতীয় পার্টির চেয়ারম্যানের অভিনন্দন

মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম- ৩ দিনের রিমান্ডে

Translate »