রবিবার , ৩০ অক্টোবর ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে’

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৩০, ২০২২ ৪:৫২ পূর্বাহ্ণ

Spread the love

২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

শ‌নিবার (৩০ অক্টোবর) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠা‌নে এ কথা ব‌লেন সংসদ সাইফুজ্জামান।

তি‌নি ব‌লেন, ৭১’র পরাজিত শক্তি প্রতিশোধ নিতে শিশু রাসেলসহ বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে। তারা সুযোগ পেলেই বাংলাদেশকে পাকিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চায়।

বাংলাদেশ হাইকমিশন আয়োজিত প্রীতি টুর্নামেন্ট ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন পরিবার এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এ টুর্নামেন্টে ১-০ গোলে হাইকমিশন পরিবারের সদস্যরা বিজয় লাভ করে। সংসদ সাইফুজ্জামান বিজয়ী দল, রানার্স আপ এবং ম্যান অব দ্য ম্যাচের নিকট ট্রফি তুলে দেন।

সংসদ সাইফুজ্জামান প্রবাসে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন এবং অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশন এবং প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য ও সন্তানরা এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - প্রবাস