সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের নতুন ঘোষণা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৪, ২০২২ ৩:৪৮ পূর্বাহ্ণ

Spread the love

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে ইকবাল ইউসুফ টুটুলের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) কমিউনিটিবান্ধব এ সংগঠনটির বার্ষিক সভা ও সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সিডনির ল্যাকেম্বায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় এ কর্মসূচি।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মো. রহমতুল্লাহ ও সঞ্চালনা করেন শাখাওয়াত নয়ন। শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসীদের উৎসর্গ করে স্বীকৃতিপত্র পাঠ করেন বেলাল হোসাইন। সংবাদিকতার ইতিহাস ও সাংবাদিক সমিতির গুরুত্ব নিয়ে আলোচনা করেন নির্জন মোশাররফ।

কর্মসূচিতে ইকবাল ইউসুফ টুটুল তুলে ধরেন বাৎসরিক রিপোর্ট। কর্মসূচির পূর্বনির্ধারিত অংশ হিসেবে অংশগ্রহণকারীদের সংক্ষিপ্ত বক্তব্যের পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি রহমতউল্লাহ । একই সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দেন এসবিএস বাংলার সাবেক প্রধান আবু রেজা আরেফিনকে।

প্রায় ৩০টিরও বেশি মিডিয়া ও ফ্রি ল্যান্স সংবাদকর্মীদের নিয়ে এক পরিবার হয়ে কাজ করা সংগঠনটির দ্বিবার্ষিক কমিটি নির্বাচনে নতুন কার্যকরী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্বাচন কমিশনার। চব্বিশ সদস্যের সক্রিয় সংবাদকর্মীদের নিয়ে এ কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৪ পর্যন্ত কাজ করবে।

সর্বশেষ - প্রবাস

Translate »