যে জিতবে সেই সুপার টুয়েলভে—স্কটল্যান্ডকে বিদায় করে সমীকরণটা মিলিয়ে ফেলল জিম্বাবুয়ে! আর তাতে সুপার টুয়েলভে জিম্বাবুয়েকে পেল বাংলাদেশ।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডসকে কালই প্রতিপক্ষ হিসেবে পেয়ে যায় বাংলাদেশ। সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপ টু-তে ফাঁকা ছিল আর একটি স্থান। হোবার্টের বেলেরিভ ওভালে আজ স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেই জায়গাটা পূরণ করল জিম্বাবুয়ে।
আগে ব্যাট করে স্কটিশদের ৬ উইকেটে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে ১৮.৩ ওভার লেগেছে জিম্বাবুয়ের। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তুলে নেওয়া এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে বাংলাদেশের গ্রুপে যোগ দিল ক্রেইগ আরভিনের দল। গ্রুপের রানার্সআপ দল হিসেবে সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানে যোগ দিল আয়ারল্যান্ড।
স্কটিশদের সাদামাটা সংগ্রহ তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই রেজিস চাকাভা এবং পরের ওভারেই ওয়েসলি মাধেভেরেকে হারায় জিম্বাবুয়ে। ১.৪ ওভারে ৭ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ে আরও চাপে পড়ে ৮ম ওভারে ৪২ রানে শন উইলিয়ামসকে (৭) হারানোর পর।তৃতীয় উইকেটে দুজনের ৩৯ বলে ৩৫ রানের জুটিতে আরভিনের অবদান ২৭ বলে ২৬।
তবে আসল জুটিটা হয়েছে এরপর। চতুর্থ উইকেটে আরভিন ও সিকান্দার রাজা মিলে ৪৩ বলে ৬৪ রানের জুটি গড়েন। ২ ছক্কা ও ৩ চারে ২৩ বলে ৪০ রান করা রাজা ১৫তম ওভারে আউট হওয়ার পর জয়টা জিম্বাবুয়ের মুঠোর মধ্যেই ছিল। শেষ ৫ ওভারে দরকার ২৭ রান। হাতে ৬ উইকেট আর ক্রিজে ফিফটি তুলে নেওয়া আরভিন। কিন্তু নাটকের তখনো বাকি ছিল।